মৌলভীবাজারে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কুলাউড়া থানা পুলিশের দুই সদস্য, বড়লেখা থানার এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী, শ্রীমঙ্গলের এক চা শ্রমিক ও কুলাউড়ার ফরিদপুর গ্রামের একই পরিবারের দুজন রয়েছেন। জেলায় এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে।
কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হক গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নূরুল হক জানান, কুলাউড়া থানার বিপরীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১৮ পুলিশ সদস্য একসঙ্গে বসবাস করতেন। ওই কমপ্লেক্সে এর আগে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। পরে ১৭ জনের নমুনা পরীক্ষা করলে আরো দুই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়।
এ ছাড়া কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ফরিদপুর গ্রামের একই পরিবারের দুজনের করোনা পজিটিভ এসেছে। এর আগে ওই পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ পাওয়া যায়।
এরই মধ্যে মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজনগরে একজন, বড়লেখার একজন ও মৌলভীবাজার জেলা সদরের একজন রয়েছেন। এ ছাড়া জেলায় করোনার উপসর্গ নিয়ে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।