নিউজ ডেস্ক : ঘটনাটি তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মার্সিন প্রদেশের। সেখানে মাতৃহারা একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর।
ওই অঞ্চলের এমরি ক্যান এজিন নামের এক ব্যক্তি বিড়াল ছানটিকে রাস্তায় কুড়িয়ে পান। এরপর আশে-পাশে অনেক্ষণ তার মাকে খুঁজে বেড়ান। কিন্তু কোনো হদিস পাননি। শেষমেশ বাধ্য হয়ে বিড়াল ছানাটিকে বাসায় নিয়ে আসেন। পরিকল্পনা ছিল নিজ হাতে দুধ খাইয়ে বড় করবেন।
বাসায় নিয়ে আসার পরই তার কুকুর ‘ফিনদিক’ বিড়াল ছানাটিকে শুকতে শুরু করে। এরপর কাছে টেনে নেয়। অল্প সময়ের মধ্যেই কুকুরটি দুধ খাওয়াতে শুরু করে। এ দৃশ্য দেখে যারপরনাই বিস্মিত হন এজিন। পাশাপাশি খুশিও হন। কারণ, মাতৃহারা বিড়ালটি অবশেষে মাতৃস্নেহ ও আশ্রয় পেলো।
‘আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে কি দেখতেছি। আমার গর্ভবতী কুকুরটি বিড়াল ছানাটিকে দুধ খাওয়াতে শুরু করে। আমি খুবই খুশি হই বিষয়টি দেখে। ওকসুজের এখন একটি মা হল।’
এজিন বিড়াল ছানাটির নাম দিয়েছেন ‘ওকসুজ’। তুর্কি ভাষায় যেটার মানে ‘এতিম’।
উল্লেখ্য, পশুচিকিৎসকদের মতে ৮ সপ্তাহের গর্ভবতী কুকুরের বাটে দুধ আসতে শুরু করে এবং খাওয়াতে পারে।
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি