বিনোদন ডেস্ক : করোনার তাণ্ডবে কষ্টে জীবনযাপন করছেন খেটে খাওয়া মানুষ। ব্যক্তিগতভাবে অনেকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন।
এবার এ তালিকায় যুক্ত হলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নে নিজ অর্থায়নে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন। রমজান মাসে আবারো ত্রাণ সহায়তা দেবেন বলে জানিয়েছেন তিনি।
ফকির আলমগীর বলেন, ‘দীর্ঘ সময় ধরে গণমানুষের জন্য লড়াই করছি। কিন্তু আমার জীবনে এ ধরনের সংকট কখনো দেখিনি। এ সংকটে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তারা অবর্ণনীয় দুর্ভোগের মুখে পতিত হয়েছে। তাদের এ কষ্ট লাঘবের জন্য অনেকেই সহায়তার হাত বাড়িয়েছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। বিপন্ন এ মানুষগুলোর মুখে যাতে হাসি ফোটে আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি।’
আপাতত নগরীর নিজ বাড়িতে অবস্থান করছেন ফকির আলমগীর। বেকার এই সময়ে লেখালেখি করছেন তিনি। এরই মধ্যে দুটি বই লেখার কাজ শেষ করেছেন। ‘করোনার ক্রান্তিকাল’ ও ‘এহরাম থেকে আরাফাত’ নামে বই দুটি খুব শিগগির প্রকাশ হবে বলে জানিয়েছেন এই শিল্পী।