নিজস্ব প্রতিবেদক : করোনা প্রাদুর্ভাবে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার (০১ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘করোনাযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে সাংবাদিক সমাজ। তারা ঢাকা ও মফস্বলে দিন-রাত পরিশ্রম করছে। সরকারের সফলতা, সীমাবদ্ধতা নিয়ে প্রতিনিয়ত খবর তুলে ধরছে। এতে একজন সাংবাদিক যেমন প্রাণ দিয়েছে, তেমনি জীবনের শঙ্কা নিয়ে মাঠে ময়দানে কাজ করছে সাংবাদিক বন্ধুরা।
‘আজকে অনুরোধ করবো সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রীর কাছে যাতে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, মালিকপক্ষ এবং সরকারের পক্ষ থেকে। অন্য সেক্টরে যেভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে, তেমনি সাংবাদিকদের ক্ষেত্রেও আর্থিক প্রণোদনার প্যাকেজটি ঘোষণা করা উচিত।
নাসিম বলেন, ‘আমি মনে করি এতে সাংবাদিকরা উৎসাহিত হবে। জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছে তারা অনুপ্রাণিত হবে।