বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ববাসী এখন ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে দিনমজুর শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বিবেক ও’বেরয়। ৫ হাজার শ্রমিকের দায়িত্ব নিয়েছেন এ অভিনেতা।
লকডাউনের এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুররা। তাদের রোজগার প্রায় বন্ধ বললেই চলে।
বিবেক জানিয়েছেন, ‘লকডাউনের কারণে বহুদিন ধরে শ্রমিকরা আটকে রয়েছেন বিভিন্ন প্রান্তে। এমন অনেক পরিবারই সন্তানদের খাবারের জন্য লড়াই করছে। তাই এ রকম ৫ হাজার শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
বিবেক আরও জানিয়েছেন, সাপোর্ট এইড অ্যান্ড অ্যাসিস্ট দ্য হেলফলেস (এসএএটিএইচ) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিতভাবে এ পদক্ষেপে এগিয়ে এসেছেন তিনি।
দেশের ৫ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা জানিয়েছেন বিবেক।
এ ছাড়া তিনি এসব শ্রমিকের সাহায্যে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।
তথ্যসূত্র: জিনিউজ