আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার পার হয়েছিল। তিনদিনের ব্যবধানে তা ছাড়িয়ে গেলো ৭০ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ভারতে কোভিড-১৯ রোগ হয়েছে মোট ৭০ হাজার ৭৫৬ জনের।
সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ হাজার ৬০৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার ৭৫৬ জন। নতুন করে প্রাণহানি হয়েছে ৮৭ জনের। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ জন।
দেশে সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হারও বেড়েছে। প্রায় দুই হাজার জন নতুন করে সুস্থ হয়ে উঠেছে। করোনা জয় করে হাসপাতাল ছেড়েছে মোট ২২ হাজার ৪৫৪ জন।
সাত সপ্তাহের লকডাউন চলছে ভারতে। এখনো সীমান্ত বন্ধের পাশাপাশি গণপরিবহন বন্ধ। যদিও কম সংক্রমণের এলাকায় লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। আজ মঙ্গলবার চালু হচ্ছে ট্রেন পরিষেবা।