কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫ হাজার টাকার চেক নীলফামারীর কিশোরগঞ্জে ৫৯৭টি মসজিদের সভাপতির হাতে দেয়া হয়েছে। শনিবার এ চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট। এছাড়া করোনা সচেতনতায় প্রতিটি মসজিদের সভাপতির হাতে ১টি করে হ্যান্ডস্যানিটাইজার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, অফিসার ইনচার্জ (তদন্ত)মফিজুল হক প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।