নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মনসুর আহম্মেদের কন্যা সুমাইয়া আহমেদ মেঘলা জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় টঙ্গীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সুমাইয়া। এই ফলাফলে সে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি তার স্কুলের শিক্ষক, অভিভাবক, পিতা-মাতা, গৃহশিক্ষক, সহপাঠীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সে জেএসসি ও পিএসইতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। সুমাইয়া আহমেদ মেঘলা ডিইউজের সদস্য, দৈনিক নওরোজের কান্ট্রি এডিটর ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ এবং গৃহিনী মেহেরাজ সরকারের মেয়ে। সে ভবিষ্যতে উচ্চশিক্ষা সমাপ্ত করে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ সেবায় অংশ নিতে সকলের কাছে দোয়া প্রার্থী।