নিজস্ব প্রতিবেদক : টেলিমেডিসিন এবং কমিউনিটি ক্লিনিক থাকার কারণে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের সরকার হেলথ টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগ দিয়েছে, সে সঙ্গে টেলিমেডিসিনের ব্যবস্থা রয়েছে। আইসিটি ব্যবস্থাপনার কারণে কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন যাচ্ছে।
তিনি বলেন, অবশ্যই আমরা আরও উন্নত স্বাস্থ্যসেবার কথা চিন্তা করবো। কারণ অবকাঠামো না বাড়ালে স্বাস্থ্যসেবা উন্নত করা যায় না। ব্যপ্তি বাড়ানোর জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন।
তৌফিক-ই-ইলাহী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারাদেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত করা হবে। এজন্য কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো আরও বেশি বাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রমুখ।