জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সাবেক প্রক্টর ড. নূর মোহাম্মদকে দিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। তিনি ভাড়া সংক্রান্ত সমস্যায় ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা সমাধানে পরামর্শ দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের করনীয় সুপারিশ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ড. নূর মোহাম্মদ বলেন, সবার সহযোগিতায় কাজটা এগিয়ে নিতে চাই। শিক্ষার্থী বাড়ির মালিকপক্ষ উভয়ের খোঁজ-খবর নিয়ে একটা ডেটাবেজ তৈরি করে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরির মাধ্যমে কাজটি সম্পন্ন করতে চাই।