জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাহেদের হাসপাতাল থেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে আমাদের দেশের অনেকেই ইতালি বা বিভিন্ন দেশে গেছে। করোনা পজিটিভ দেওয়া সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয় সেসব দেশে, যা দেশের জন্য অত্যন্ত মানহানিকর।
বুধবার (১৫ জুলাই) র্যাবের হাতে গ্রেপ্তারের পর দুপুরে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের প্রতারণা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বিশ্বজুড়ে করোনা সংকটকালে সে দেশের অবস্থান নষ্ট করেছে।
তিনি বলেন, সাহেদই নয়, অপরাধী যেই হোক—তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।