নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব বিশ্বরোড ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে মো. মরন চাঁন মিয়া (৫৫) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৮ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তারাব বিশ্বরোড এলাকায় ট্রাকস্ট্যান্ডে ট্রাক চালকদের ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে জোরপূর্বক প্রতি মাসে প্রতি ট্রাক থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিল। শনিবার অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি এবং তাদের চক্র পরস্পর যোগসাজশে যানবাহনের চালকদের ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূবক চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।