সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কালীগঞ্জে কেটিএল ও উত্তরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২২০ বার পঠিত
আজগর পাঠান ,কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জের টংগী- ঘোড়াশাল হাইওয়ের নলছাটা এলালার ব্রিজ সংলগ্ন সড়কে ভৈরব থেকে ঢাকা গামী ও টংগী থেকে কালীগঞ্জ গামী পরিবহন দুটি মুখোমুখি সংঘর্ষে দুই বাস যাত্রীসহ বিলের পানিতে ডুবে গেছে। এ সময় বাসে থাকা প্রায় ৪৫ জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে বিভিন্ন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি একে এম মিজানুল হক। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে সময় থানা পুলিশের ওই হাইওয়ে যান চলাচলা স্বাবাবিক রয়েছে । উদ্ধার কাজে অংশ নেয় গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটি ও ডুবুরি টিম । তবে এখোনো পযর্ন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি । জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো, আবদুল হামিদ জানান- খবর পেয়ে আমাদের ৪ টা ইউনিট উদ্ধার কাজ চালায়। দুইটি বাস সম্পুর্ণ পানিতে উল্টোভাবে ডুবে থাকায় মৃতের সংখ্যা বলা যাচ্ছেনা। দুর্ঘটনায় আহত হাজেরা, সেফালি, মেহেদী, তানজিলা, আঃ হক, আমান উল্লা, ও শিউলি জানান – বিকাল সাড়ে ৬টার দিকে নলছাটা এলাকার ব্রীজের পাশে দুটি বাস সামনা সামনি বিকট শব্দ হলে আমরা গিয়ে দেখি বাস দুইটি পানির নীচে।তার পর কিভাবে উপরে আসলাম বলতে পারছিনা। স্থানীয় ব্যাবসায়ী সুমন শেখ বলেন,ঘটনা স্থলে উপস্থিত হওয়ার পরে দেখি দুটি বাস দুইদিকে পানিতে পড়ে আছে এবং স্থানীয় তপন দাস,তাপস দাস,শুভ দাস,সুজিত দাসসহ আরও কয়েকজন মিলে বাসের যাত্রীদের উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া) সার্কেল এ এসপি পঙ্কজ দত্ত জানান – আহতদের কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার কজা চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com