আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেট পার্টির বার্ষিক সমাবেশে জ্বালাময়ী বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিচালনাকে ‘রিয়েলিটি শো’ বললেন তিনি।
রিপাবলিকান উত্তরসূরি ‘এই দায়িত্বের জন্য উপযুক্ত নয়, কারণ তিনি তা পারেন না’ বলে মন্তব্য করেছেন ওবামা। হোয়াইট হাউজে এর প্রতিক্রিয়া ট্রাম্প বলেছেন, ওবামা আমেরিকানদের মনে যে ভীতি ছড়িয়েছেন শুধু সেই কারণে তিনি নির্বাচিত হয়েছেন।
ডেমোক্রেটিক দলের সমাবেশের তৃতীয় রাতে, বুধবার (১৯ আগস্ট) কমলা হ্যারিস প্রথম এশিয়ান কৃষ্ণাঙ্গ হিসেবে ভাইস প্রেসিডেন্টের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে পান। বৃহস্পতিবার শেষ দিনে বক্তব্য রাখবেন দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প-পেন্স জুটিকে চ্যালেঞ্জ করবেন বাইডেন-কমলা জুটি।
এই দুজনকে সমর্থন জানাতে গিয়ে ওবামা ট্রাম্পের কড়া সমালোচনা করেন। ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব দ্য আমেরিকান রেভুলিউশন থেকে সরাসরি সম্প্রচার করা বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট বলেছেন, ‘এই কাজে তিনি (ট্রাম্প) কোনও আগ্রহ পাননি, তার অসীম ক্ষমতা ব্যবহার করে শুধু নিজের ও বন্ধুদের ছাড়া আর কাউকে সহায়তা করেননি।
ট্রাম্পকে অনুপযুক্ত দাবি করে ওবামা আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তিনি তার সরকার পরিচালনাকে আরেকটি রিয়েলিটি শোর চেয়ে বেশি কিছু মনে করতে পারেননি, যেন তিনি সবার নজর কাড়তে পারেন।’ গণতন্ত্র এখন ঝুঁকির মুখে মন্তব্য করে আমেরিকান ভোটারদের প্রতি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের আহ্বান, ‘তারা যেন আপনার ক্ষমতা কেড়ে না নেয়, তাদেরকে গণতন্ত্র ধ্বংস করতে দেবেন না।
আর ৭৬ দিন পর হতে যাওয়া নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে ভোট দিতে উৎসাহিত করছেন ওবামা। তাকে ‘বন্ধু ও ভাই’ আখ্যা দিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।