রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বেড়েছে সব ধরনের সবজির দাম, অধিকাংশ ৬০ টাকার ওপরে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। পর্যাপ্ত পণ্য সরবরাহ না থাকায় বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে অধিকাংশ সবজির দাম ৬০ টাকার ওপরে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। পটল, ঝিঙা, চিচিঙা, কাকরোল ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ২০ টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। ধুন্দল, মূলা, কচুর ছড়ার কেজি ৬০ টাকা। বেগুনের কেজি ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৫০ টাকা। পেঁপে, চালকুমড়া পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। আকারভেদে কচু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। টমেটোর কেজি ১২০ থেকে ১৪০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৭০ থেকে ৮০ টাকা। ধনিয়া পাতার কেজি ২০০ থেকে ২২০ টাকা। ঝাঁজ কমেনি কাঁচা মরিচের। আগের দামেই ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে শাকের দাম। সবচেয়ে বেশি বেড়েছে পুই শাকের দাম। আঁটিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। লাল শাক, সবুজ শাকের আঁটি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পুই শাক বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, ডাটা শাক ৩০ থেকে ৩৫ টাকা, লাউ শাক, কুমড়া শাক ৩৫ থেকে ৪০ টাকায়, কলমি শাক ১৫ টাকা, কচু শাক ১৫ থেকে ২৫ টাকা করে বিক্রি হচ্ছে।

দনিয়া থেকে শাক বিক্রেতা মো. শাহিন জানান, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হয়েছে। এতে শাকের অনেক ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দামও বাড়তি।

এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে পোল্ট্রি মুরগির দাম। এখন মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২৫ থেকে ১৩০ টাকায়। কক মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। আর দেশি মুরগি পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকায়। আর আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরুর মাংসের কেজি ৬০০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যাত্রাবাড়ীতে সবজি কিনতে আসা নাজমুল হাসান জানান, আড়তে মালের সরবরাহ কম। দেশে বন্যার কারণে সবজির ক্ষতি হয়েছে। সবজির সরবরাহ কম, তাই দামও বেশি। দাম বেশি হওয়ায় বেচাকেনাও কমে গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘করোনাভাইরাসের প্রভাব প্রতিটি খাতের ওপরে পড়েছে। মানুষের আয় কমে গেছে। কিন্তু ব‌্যয় বেড়েছে। একদিকে করোনা, অন‌্যদিকে বন‌্যা। বাজারে সব জিনিসের দাম বেড়েছে। এখন অনেক হিসাব করে চলতে হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com