আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লুইজিয়ানা ও টেক্সাসে ঘূর্ণিঝড় লরার তাণ্ডবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম শুক্রবার এই তথ্য দিয়েছেন।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস তার রাজ্যে অন্তত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছেন। তাদের মধ্যে অর্ধসংখ্যক মৃত্যু হয়েছে কার্বন মনোঅক্সাইড উৎপাদনকারী পোর্টেবল জেনারেটরের বিষাক্ত গ্যাসের কারণে। চারজন মারা গেছেন ঘরের উপর ভেঙে পড়া গাছের চাপায়। ঝড়ের কারণে নৌকা ডুবে মৃত্যু হয়েছে বাকি জনের।
গতকাল শুক্রবার সাড়ে চার লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছে পাওয়ারআউটেজ ডট ইউএস সাইট।
টেক্সাসে চারজনের মধ্যে তিনজন জেনারেটরের কার্বন মনোঅক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছেন। হতাহতদের সবাই গৃহহীন। দক্ষিণ পূর্বাঞ্চলের শহর পোর্ট আর্থারে আশ্রয়ের খোঁজে গিয়েছিলেন তারা, সঙ্গে ছিল পোর্টেবল জেনারেটর।
শুক্রবার সকালে পূর্ব টেক্সাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে সরাসরি ঘূর্ণিঝড়ের কারণে তিনি মারা গেছেন কিনা নিশ্চিত করতে পারেনি স্থানীয় সংবাদমাধ্যম। এই দুই রাজ্যে ঘূর্ণিঝড় শক্তি হারালেও বিভিন্ন রাজ্যে বৃষ্টি অব্যাহত রয়েছে।
একই দিন হাইতির বেসামরিক নিরাপত্তা বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড় লরায় সেখানে ৩১ জন মারা গেছেন।