আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। অসুস্থ হলেও সেপ্টেম্বরের স্থানীয় নির্বাচন সামনে রেখে রাজনিতক কার্যক্রম চালিয়ে যেতে চান তিনি।
ভিডিও মিটিংয়ের মাধ্যমে বেরলুসকোনি সমর্থকদের বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, এটা আমারও হয়ে গেলো। কিন্তু আমি লড়াই চালিয়ে যাবো।
৮৩ বছর বয়সী বেরলুসকোনি মিলানের উত্তরাঞ্চলীয় শহর আরকোরে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে তার স্টাফ জানিয়েছে। ২০-২১ সেপ্টেম্বরের স্থানীয় নির্বাচনে তার ডানপন্থি ফোরজা ইতালিয়া পার্টির প্রার্থীদের সমর্থনে কাজ করছেন তিনি।
বেরলুসকোনির ব্যক্তিগত চিকিৎসক বার্তা সংস্থা আদনক্রোনোসকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে কোনও উপসর্গ ছিল না। সারদিনিয়ায় সম্প্রতি ছুটি কাটানোর পর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন তিনি। বেরলুসকোনির পুরোনো বন্ধু ও সারদিনিয়ার একটি নাইট ক্লাবের মালিক ফ্লাভিও ব্রিয়াতোরে গত মাসে করোনায় আক্রান্ত হন।
চারবারের প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে রাজনৈতিক নেতারা বার্তা দিয়েছেন। বিধিনিষেধ শিথিল হওয়ার পর গত আগস্টে ছুটি কাটানোর জন্য মানুষের জনসমাবেশ বাড়লে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।