শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

লকডাউনের প্রতিবাদে ইসরায়েলে মন্ত্রীর পদত্যাগ

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের কারণে সরকারের দ্বিতীয় দফা লকডাউন পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের গৃহায়ণমন্ত্রী ইয়াকুব লিৎজম্যান। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

লিৎজম্যান জানান, সরকারের এই নিষেধজ্ঞার কারণে চলতি মাসের শেষ দিকে ইহুদিদের ধর্মীয় উৎসব পালনকে বাধাগ্রস্ত করবে।

২৭ সেপ্টেম্বর ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম দিন। ওই দিনটিকে ইহুদিদের কাছে ইয়োম কিপপুর নামে পরিচিত। ধর্মীয়ভাবে দিনটি তাদের কাছে অত্যন্ত পবিত্র। অথচ আগামী শুক্রবার থেকে ইসরায়েলে দ্বিতীয় দফা লকডাউন কার্যকর হওয়ার কথা।

পদত্যাগের পর লিৎজম্যান জোট সরকার থেকে তার দল নিয়ে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন।

গোঁড়া ইহুদিদের দল অর্থডক্স জিউশ পার্টির নেতৃত্বে থাকা পদত্যাগপত্রে লিৎজম্যান লিখেছেন, ‘এটি ভুল এবং হাজার হাজার নাগরিককে অবজ্ঞা করা। এ পর্যন্ত আপনারা কোথায় ছিলেন? ইহুদিদের ছুটির দিনকে কেন করোনাভাইরাস মোকাবিলার সুবিধাজনক সময় বলা হচ্ছে?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com