আর এইচ রাকিব: নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় ২০ হাজার মিটার জাল জব্দ করেন সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাল বিক্রয়ের সাথে জড়িতরা পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক দাম প্রায় সাড়ে ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জাল উপজেলা চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোনারগাঁও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আগামী ১৪ ই অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সব নদীতে ইলিশ সহ সব ধরনের মৎস্য নিধন বন্দ থাকবে। ইলিশ সম্পদ টাকে রক্ষা করার জন্য। অবৈধ কারেন্ট জাল মেট সাইজ টা অনেক ছোট, এধরনের জাল নদিতে পাতলে শুধুমাত্র ইলিশ মাছই না সব ধরনের মাছের পোনা ধ্বংস হয়ে যাবে। তাই বাচ্চা মাছটাকে রক্ষায় এই অপরাধমূলক কর্মকান্ডে তারা যেন পর্যাপ্ত জাল ব্যাবহার করতে না পারে এবং এই সময়টাতে যাতে বেশী পোনা মাছ নিধন করতে না পারে,এই উদ্দেশ্যে আমরা অভিযান চালিয়েছি। কারেন্ট জাল সব সময় নিষিদ্ধ এটা কখনই ব্যাবহারের উপযুক্ত কোনো জাল নয়। তাই মা ইলিশকে সামনে রেখে ডিম ছাড়ার পিক আওয়ারে তাদের রক্ষার জন্য অভিযানটি চালাচ্ছি এবং চালিয়ে যাবো।