নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সড়কে কোথাও কোনো ধরণের সমস্যা, অসঙ্গতি নজরে আসলে যাত্রীরা সরাসরি জানাতে পারবেন বিআরটিএর কন্ট্রোল রুমে। এজন্য দেয়া হয়েছে একটি টেলিফোন ও মোবাইল নম্বর।
বৃহস্পতিবার এই কন্ট্রোল রুম চালু করা হয়। গত বছরও একইভাবে কন্ট্রোল রুম চালু ছিল। ওই কন্ট্রোল রুম থেকে সড়কে কোথাও অসঙ্গিত থাকলে সঙ্গে সঙ্গে তা নিরসন করে গাড়ি চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হতো।
সেই ধারাবাহিকতায় এবার কন্ট্রোল রুম চালু করা হলো। ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর দফতরের কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে- ৫৫০৪০৭৩৭ ও মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬।