জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশব্যাপী শনিবার (৩১ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২০’ পালন করা হবে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’।
শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে পালন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
রাজারবাগে সকাল ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পুলিশ বলছে, নিত্য নতুন অপরাধ মোকাবিলায় প্রজ্ঞা ও প্রযুক্তির মেলবন্ধনে নতুন ধারার যে পুলিশিং কার্যক্রম শুরু হচ্ছে, কমিউনিটি পুলিশিং সে ধারাকে আরও ফলপ্রসূ করবে।