নিউজ ডেস্ক : শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২৬ জুন) স্মারক বক্তৃতা, স্মৃতি পদক প্রদান ও আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়া, তার স্মরণে সভা করবে ছাত্র ইউনিয়ন।
শুক্রবার নির্মূল কমিটি জানিয়েছে, শহীদ জননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’, আলোচনা সভা এবং ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদানের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ প্রদান করবেন কথাশিল্পী সেলিনা হোসেন।
কমিটি আরও জানায়, ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলনে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের মতো এ বছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে ‘জাহানারা ইমাম স্মৃতি পদক’ প্রদান করা হবে। এ বছর (২০২১) ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর সরকারের সময় মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত সমাজকর্মী মালেকা খান এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ’-কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে। গত বছর করোনা মহামারি সংক্রমণজনিত লকডাউনের কারণে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা এ বছর প্রদান করা হবে।
গত বছর (২০২০) ব্যক্তি হিসেবে পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাউল গবেষক অধ্যাপক শক্তিনাথ ঝা এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-কে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান করা হবে।
এদিকে, জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শনিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ প্রজন্ম চত্বরে স্মরণসভা এবং মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করবে।