সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রাজশাহীতে শিক্ষক নির্যাতনের তীব্র প্রতিবাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় এসিল্যান্ড কর্তৃক মদনপুর হাইস্কুল ও কলেজের প্রভাষক আব্দুল আজিজকে নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সভায় এ প্রতিবাদ জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান চৌধুরী। সভা পরিচালনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এছাড়া রাজশাহীর বাগমারা থেকে ভার্চুয়ালি যুক্ত হন নির্যাতিত কলেজ শিক্ষক আব্দুল আজিজ।

সভায় বক্তারা রাজশাহীর বাগমারায় কলেজ শিক্ষক আব্দুল আজিজের ওপর হামলার নিন্দা জানান। সভায় প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তা না হলে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় এবং জেলার নেতারা ছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর সাজিদুল ইসলাম, মেহেরুন্নেছা, হরিচাঁদ মণ্ডল সুমন, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোকসেদুর রহমান, ড. হোসামুদ্দিন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ড. আবু বকর, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, আকতার উদ্দিন, আকলিমা জাহান, সাকিলা পারভীন, অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুল, জয়সিম বড়ুয়া, রতন পিটার গোমেজ, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ শরূফুল ইসলাম, সেরীনা বিথী, শান্ত রহমান, এম আরজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com