আন্তর্জাতিক ডেস্ক : রোমানদের জলের দেবতা নেপচুনের মুখাবয়ব দেখা গেলো ইংল্যান্ডের পুর্ব সাসেক্স উপকূলে। আন্তর্জাতিক সংবাধমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার।
বিবিসির ফটোগ্রাফার জেফ ওভারস নিউহ্যাভেন থেকে আলোচিত ওই ছবিটি তোলেন গত মঙ্গলবার।
পোতাশ্রয়ের দেয়ালে ঝড়ের সময় আছড়ে পড়া ঢেউয়ের তোরে সৃষ্ট অমন মুখাবয়বের ছবিটি তোলেন তিনি।
ছবিটি দেখলে প্যারিডোলিয়ার একটি উদাহরণ বলে মনে হবে। মূলত ব্যক্তি, জীবজন্তু বা পরিবেশেরই কোনো অংশের অবিকল অবয়ব খুঁজে পাওয়ার ঘটনাকে বলা হয় প্যারিডোলিয়া।
ফটোগ্রাফার জেফ ওভারস বলেন, স্থানীয় সময় আনুমানিক সকাল ৯ টায় জোয়ারের সময় যখন ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে বাতাস বইছিল তখন তিনি ছবিটি তোলেন।
প্রবল বাতাসে সমুদ্র থেকে আসা ঢেউয়ের ছবির জন্য ইংল্যান্ডের স্থানটি ফটোগ্রাফারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে