মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আরও ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৮০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি ঘণ্টায় তিনজনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ৮০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছেন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে মৃত দুজনের তথ্য পর্যালোচনা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৩ জন, বেসরকারি হাসপাতালে ৬৭ ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট এক হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন।

এছাড়া চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ৭৬৭ জন রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com