ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ বুথের উদ্বোধন করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই কর্মসূচি। দেশ ও জনগণের কল্যাণে আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, দেশের কল্যাণে স্বাধীনতার বাণী অক্ষুণ্ন রাখতে নিসন্দেহে এটা ভালো কাজ।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ মুজিবের আদর্শের সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে করোনার শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে আছে। করোনাকালীন কৃষকের ধান কাটা থেকে শুরু করে সব ভালো কাজ করে যাচ্ছে তারা।
অন্যদিকে দেশের একটি কুচক্রি মহল বারবার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশের সব কুচক্রী মহলকে রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ একের পর এক যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছে। আমি এসব ভালো কাজের সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারসহ, প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।