নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ ও জার্মানি একযোগে কাজ করতে সম্মত হয়েছে।
বার্লিনে আয়োজিত দু’দেশের মধ্যে এ-সংক্রান্ত কৌশলগত সংলাপে বিষয়টি উঠে এসেছে বলে গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওই সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আর জার্মানির পক্ষে ছিলেন দেশটির ফেডারেল পররাষ্ট্র দফতরের স্টেট সেক্রেটারি মিগুয়েল বার্জার।
দ্বিপাক্ষিত এ সংলাপে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও সন্ত্রাসবাদ মোকাবিলা ছাড়াও উভয়পক্ষই বহুপাক্ষিকতার ধারা বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও নিয়মিত অভিবাসনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।
বাংলাদেশ-জার্মানি ২০২২ সালে দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করবে।