নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর থাকবে কি থাকবে না, এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ।
মঙ্গলবার বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এ নিয়ে আমি কোনেো বিতর্কে যেতে চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই কফিনে কি কোনো লাশ ছিলো? যে লাশটা জেনারেল এরশাদ বহন করেছেন, সেই কফিনে নাকি জিয়াউর রহমানের লাশ ছিল! ফখরুল সাহেব এটা প্রমাণ হিসেবে এনেছেন। ভিতরে কে আছে সেটা না, কফিন সেটাই কি প্রমাণ যে ভিতরে জিয়াউর রহমানের লাশ ছিল?’
তিনি আরও বলেন, ‘আমি ফখরুল সাহেবের কাছে দু-বছর ধরে একটাই প্রশ্ন করে আসছি। চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া হয়ে যে লাশ ঢাকায় এলো- এর একটা ছবি দেখান। সেই লাশের একটা ছবি দেখান। তাহলে প্রমাণ কীভাবে দেবেন? আপনাদের তো যুক্তি নেই। এই কথা বলতে গেলেই তিনি বলেন ওবায়দুল কাদের মিথ্যাচার করছেন। একটা প্রশ্নরেও সঠিক জবাব তিনি দেননি।’
কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এসময় বক্তব্য রাখেন।