নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় আজিজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ এখন সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে আছে। এখনো সুরতহাল সম্পন্ন হয়নি। যতদূর জানতে পেরেছি শেখেরটেক ৮ নম্বর রোডের বাজারের দুই ব্যবসায়ী গ্রুপের মারামারির এক পর্যায়ে আজিজকে ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও বলেন, আমাদের টিম কাজ করছে। কে বা কারা মেরেছে আমরা এখনো জানতে পারিনি। এটা বাজারের সবজি ব্যবসায়ী অথবা মাছ ব্যবসায়ী দুই গ্রুপের মাঝে ঝামেলার কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।