বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এক বছরের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকে শিক্ষার্থীরা আবাসিক হল, পরিবহন, মেডিকেল একাডেমিক সেবাসহ কোনো সেবা পাননি। তবুও ফি পরিশোধ করে গত জানুয়ারিতে আটকে থাকা অনার্স-মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। পরে সরকারি নির্দেশনায় তা স্থগিত হয়। তখন থেকেই সব ফি মওকুফের দাবি জানিয়ে আসছিল সচেতন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এ সময়ের ফি শিক্ষার্থীদের প্রদান করতে হবে না। কোনো শিক্ষার্থী হল ও পরিবহন ফি প্রদান করে থাকলে তা অবশ্যই ফেরত পাবেন।
এদিকে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক বলেন, আমাদের দাবি ছিল পুরো করোনাকালীন হল-পরিবহনসহ সব ফি মওকুফ করা। যদিও আমাদের সব দাবি পুরোপুরি পূরণ হয়নি তবুও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ায় ইবি প্রশাসনকে সাধুবাদ জানাই।
ইবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকি আরাফাত বলেন, প্রশাসনের ছাত্রবান্ধব সিদ্ধান্ত সত্যিই প্রশংসিত। আমরা ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা এ ব্যাপারে প্রশাসনকে সাধুবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও এমন ছাত্রবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে।