নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় মোহাম্মদ ফয়সাল আহমেদ (২৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় হরিচরণ (৪৬) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত তিনটার দিকে ফয়সালকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি লরি দ্রুতগতিতে যাওয়ার সময় দুজনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনকে নিয়ে এলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক লরিটি দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে লরিটি শনাক্তের চেষ্টা চলছে।
নিহত ফয়সাল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাঁকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।