এম,পারভেজ ঃ সরকারি সকল নির্দেশনা মেনে স্কুল প্রাঙ্গণ, বিদ্যালয়ের মূল ফটক এবংপ্রতিটি শ্রেণিকক্ষে জীবাণুনাশক স্প্রে করা সহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার এবং শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে বি এইচ খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এনামুল হাসান খান শহিদ সিআই পি -র নির্দেশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল হেমন্ত কুমার দেবনাথ।
করোনা মহামারির কারনে দীর্ঘ ১৮ মাস স্কুল বন্ধ থাকলেও তারা অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় পাশাপাশি প্রাণ ঘাতি করোনা ভাইসার হইতে কি ভাবে নিজেকে সুরক্ষা করা যায় সে বিষয়ে অনলাইন প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে গিয়েছেন বলে জানান একাডেমিক ভাইস প্রিন্সিপাল সৈয়দা শায়লা শারমিন।
তিনি আরো জানান,গত ৪/৫ দিন যাবত বি এইচ খান স্কুল অ্যান্ড কলেজের ৬ তলা ভবনের ২৫ টি শ্রেণিকক্ষে নান্দনিক ভেনার লাগিয়ে স্বাস্থ্য বিধি মানার নিয়ম কানুন এবং লিফলেট বিতরনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বুঝে তা মানার বিষয়ে সচেতনতার প্রচার করা হচ্ছে। এসময় তিনি আরও জানান বিদ্যালয়ের মূলফটকে তাদের ২৫ জন শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত থেকে প্রথমে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মেপে হেন্ড সেনিটাইজ্ড করে মাক্স পরিয়ে বিদ্যালয়ে প্রবেশ করাবেন।করোনাকালিন সময়ে প্রতিটি ক্লাসরুমে স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি টেবিলে ১ জন ছাত্র ছাত্রী বসানো হবে। এছাড়াও ৫ ম এবং ১০ ম শ্রেণির ছাত্র ছাত্রীরা প্রতিদিন ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন ক্লাস করার সুযোগ পাবে বলে জানিয়েছেন তারা।
রাজধানী উত্তরার উত্তরখান থানার মাজার চৌরাস্তা ২৪৭০/১ কলেজ তালতলায় অবস্থিত বি এইচ খান স্কুল অ্যান্ড কলেজে অধ্যায়নরত কয়েক জন ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের নিকট শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে তাদের অনুভূতি জানতে তারা প্রতিবেদককে জানায়, তারা সবাই খুবই খুশি,দীর্ঘদিন স্কুলে যেতে পারেনি বলে সকলের মন খারাপ ছিল। এ যেনো এক ঈদের খুশি বিরাজ করছে ছাত্র ছাত্রীদের মাঝে এমনটাই তাদের চোখে মুখে ফুটে উঠেছিলে। ভেকসিন বিষয়ে ভাইসপ্রিন্সিপাল জানান,বি এইচ খান স্কুল অ্যান্ড কলেজের ২৫ জন শিক্ষক সহ সকল কর্মকর্তা কর্মচারী ভেকসিন ২য় ডোজ সম্পন্ন করেছেন এবং তারা বিদ্যালয়কে পাঠদানের উপযোগি করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।