শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

শপথ নিলেন এমপি হাবিবুর রহমান হাবিব

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ৪ সেপ্টেম্বর এ আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পান ২৪ হাজার ৬০৪ ভোট।

নির্বাচনে হাবিবুর-আতিকুর ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

ওইদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। আসনটিতে মোট ১৪৯টি কেন্দ্রে ভোট দেন এক লাখ ১৪ হাজার ৩০৯ জন ভোটার। আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৩৯০ এবং নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৪৮৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com