নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের স্টকলট ব্যবসায়ীদের মজুদকৃত 100% এক্সপোর্ট গার্মেন্টস এর মালামাল চুরির অপরাধে আব্দুল মান্নান লিটন নামে চোর সিন্ডিকেটের মূলহোতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত ১২ ডিসেম্বর রবিবার ডিবিপুলিশ গার্মেন্টসের চোরাই মাল সহ উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায় আব্দুল মান্নান লিটন গাজীপুর ও উত্তরা এলাকার এক্সপোর্ট গার্মেন্টস এর মালামাল চুরি করে আসছে এবং একটি সক্রিয় চোর সিন্ডিকেট তৈরি করে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মান্নান লিটন। স্টকলট ব্যবসায়ীরা এই চোর সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছিল।
সূত্রে জানা যায় লিটন লক্ষিপুর সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এলাকায় বহু অপরাধ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সরকার বিরোধী কার্যকলাপ, চাঁদাবাজ ও সন্ত্রাসী কাজে জড়িত লিটন প্রশাসেনর ভয়ে এলাকা ছেড়ে গাজীপুরে আসে।
ডিবি সূত্রে জানা যায়, আব্দুল মান্নান লিটন নিজেকে স্টক লট ব্যবসায়ী পরিচয় দিত। সেই সুত্রে স্থানীয় স্টকলট ও এক্সপোর্ট ব্যবসায়িদের সাথে বায়ার সেজে সম্পর্ক তৈরী করে মালামাল দেখত। পরে সুযোগ বুঝে সেই মাল চুরি করে বিক্রি করত।
চোর আব্দুল মান্না লিটন কে গ্রেফতার করায় স্টক লট ব্যবসায়ীদের মাজে স্বস্তি ফিরে এসেছে। এই চোরকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ দেন স্টক লট ব্যবসায়ীরা।