একদিকে দাবানলে যখন পুড়ছে যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়া, তখন ভয়াবহ ঝড় ও বন্যার কবলে দেশটির মন্টানা ও উইসকনসিন অঙ্গরাজ্য।
তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি, ভেঙে পড়েছে গাছপালা। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছেন দমকলকর্মীরা। এদিকে দাবদাহের কবলে ফ্লোরিডা অঙ্গরাজ্য। সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়ায়। খবর বিবিসি।
ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ভেঙে পড়ছে ঘরবাড়ি। তলিয়ে যাচ্ছে পানিতে। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের দেড়শ বছরের পুরোনো ইয়োলোস্টন পার্কসহ আশপাশের এলাকায় তৈরি হয়েছে অচলাবস্থা।
পানির স্তর ধীরে ধীরে বাড়ায় পার্কটির ভেতরে আটকা পড়েছেন অন্তত এক হাজার পর্যটক। প্রবেশের রাস্তাগুলো বন্ধ হওয়ায় তাদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে। পর্যটক আকর্ষণে গ্রীষ্মকালেও পার্কটি খোলা যাবে না বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
অন্যদিকে ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য উইসকনসিন। ঝড়ের কারণে বেশকিছু গাছ উপড়ে পড়েছে রাস্তায়। রাস্তা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
একদিকে যখন ঝড়-বন্যা, তখন ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশটির আরেক অঙ্গরাজ্য ফ্লোরিডা। রাজ্যটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। চরম বিপাকে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও।