রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের উপর হামলা

  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৫৮ বার পঠিত

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের উপর হামলা করেছে ডিইউজের নির্বাহী সদস্য জেসমিন জুঁই, মো. আব্দুল হালিমসহ নির্বাহী কমিটির কয়েকজন সদস্য এবং কমিটির বাইরের কয়েকজনসহ অজ্ঞাতনামা কিছু লোক।

আজ সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এজেন্ডাভুক্ত নির্বাচনের তফসিল ঘোষণা বাধাগ্রস্থ করতে হট্টগোল করতে থাকে। এসময় ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরি সবাইকে শান্ত থেকে রুলিং জারি করে সাধারণ সম্পাদককে তফসিল উপস্থাপনের নির্দেশ দেন। সভায় নির্বাহী সদস্যরা তফসিল অনুমোদন করলে কয়েকজন সভায় বিশৃঙ্খলা তৈরী করে। এক পর্যায়ে সাধারণ সম্পাদকের উপর হামলা করে। এসময় সাধারণ সম্পাদকের কাছ থেকে রেজুলেশন খাতা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এবিষয়ে মো. শহিদুল ইসলাম জানান, সভার শুরু থেকেই নির্বাহী কমিটির সহ-সভাপতি বাছির জামাল ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান সাজু, নির্বাহী কমিটির সদস্য জেসমিন জুঁই ও মো. আব্দুল হালিমসহ কয়েকজন গন্ডগোল করার চেষ্টা করে। এক পর্যায়ে নির্বাচনী তফসিল ঘোষনার সাথে সাথে তাদের আসন থেকে উঠে এসে তারা আমার উপর হামলা করে এবং এসময় সাজাহান সাজু, জেসমিন জুঁই ও আব্দুল হালিমসহ অন্যরা আমার সাথে থাকা ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আমি তখন আমার আসনেই অবস্থান করছিলাম। পরে নির্বাহী কমিটির কয়েকজন সদস্যের হস্তক্ষেপে আমি তাদের হামলা থেকে রেহাই পাই।

শহিদুল ইসলাম বলেন, আমার দীর্ঘ জীবনে কেউ গাঁয়ে হাত তুলতে পারেনি। আজ তারা আমার গাঁয়ে হাত তুললো, যার কারণে আমি মর্মাহত। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

তিনি আরো বলেন, আমি জানতে পেরেছি যে, তারা আমার উপর হামলা করে উল্টো আমার বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা ও সাজানো অভিযোগ প্রচার করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com