সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জো বাইডেনের পিছু ছাড়ছে না করোনাভাইরাস!

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১২৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের আক্রমণ থেকে সেরে ওঠার ঠিক পরপর আবার প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

গত ২১ জুলাই প্রথমবার জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর প্রেসিডেন্ট বাইডেন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

গত মঙ্গলবার নতুন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার চারবার তার করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারবারই ফলাফল নেগেটিভ আসে। ফলে ঘোষণা দেওয়া হয় বাইডেন সেরে ওঠেছেন।

কিন্তু শনিবার ফের তার করোনা ধরা পড়ে। জো বাইডেন জানান, নিজের মধ্যে করোনার কোনো উপসর্গ খুঁজে পাননি তিনি এবং বর্তমানে সুস্থ আছেন।

অন্যদিকে, জো বাইডেনের চিকিৎসকরা জানান, নতুন করে প্রেসিডেন্ট বাইডেনকে করোনার চিকিৎসা দেওয়া হবে না। কিন্তু তাকে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com