জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।
রোববার (০৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে প্রায় ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন হচ্ছে না বলে জানা গেছে।
এর আগে শনিবার (০৬ আগস্ট) রাতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন।
তিনি বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে।
এ ছাড়া খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহও বন্ধের ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।