বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকে এ অভিযান চালানো হয়। ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. জোবায়ের (২৩) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের লাল মিয়ার ছেলে।

হাসান বারী নুর বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে কতিপয় লোকজন অবস্থান করছে এমন খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক কৌশলে পালিয়ে যায়।

পরে ঘরটিতে তল্লাশী চালিয়ে ২টি বন্দুক ও ৮ টি গুলি পাওয়া যায়। এ সময় ঘরটিতে অবস্থানকারি এক যুবককে আটক করা হয়।

এপিবিএন কর্মকর্তা হাসান বারী নুর বলেন, ‘আটক মো. জোবায়ের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপরহরণ সহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।’

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি হাসান বারী নুর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com