জয়পুরহাটে ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করা হয়েছে একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রতীক কুমার কুণ্ডু।
অভিযানে আনার কলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করাসহ পাঁচ হাজার টাকা জরিমানা, পদ্মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের অপারেশন রুম সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শাদমান ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও গ্রিন জেনারেল হসপিটালকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রতীক কুমার কুণ্ডু জানান, আনার কলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ রাখা ছিল। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন ও চিকিৎসক ছিল না। মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে। গরমিল ছিল বিভিন্ন কাগজপত্রেও। প্রতিষ্ঠানে অনেক ডাক্তারের নামের তালিকা ছিল, কিন্তু নিয়োগপত্র দেখাতে পারেনি। এজন্য চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ ও বিভিন্ন অনিয়ম থাকায় আনার কলি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারকে সিলগালাসহ জরিমানা করা হয়েছে। বাকিরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা করা হয়।