বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ভারতের পর পাকিস্তানও হেরে গেল ঘরের মাঠে

  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ বার পঠিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। কিন্তু ঘরের মাঠে দুই দলই পেয়েছে তিক্ততার স্বাদ।

মোহালিতে ভারত ২০৮ রানের পাহাড় গড়েও হার এড়াতে পারেনি। ম্যাথু ওয়েড ও ক্যামেরন গ্রিনের ব্যাটিং তাণ্ডবে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ভারতের মতো একই অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের। করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৯.৩ ওভারে ৮৫ রান করেন অধিনায়ক বাবর আজম-মোহাম্মদ রেজওয়ান।

এরপর ৭২ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৭ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১৫৮ রানে ইনিংস গুটায় স্বাগতিকরা।

টার্গেট তাড়া করতে নেমে ওপেনার অ্যালেক্স হেলসের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইংলিশরা। দলের হয়ে ৪০ বলে ৫৩ রান করেন অ্যালেক্স হেলস। ২৫ বলে ৪২ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক।

এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com