বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পূজা চেরীর সেই ‘বোল্ড’ দৃশ্য নিয়ে যা বললেন নির্মাতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

খ্যাতিমান লেখক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘হৃদিতা’। পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির মুখ্য ভূমিকায় আছেন পূজা চেরী ও এবিএম সুমন। মঙ্গলবার উন্মুক্ত করা হয়েছে এর ট্রেলার।

এরপরই ট্রেলারের একটি দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনা ওঠে। যেখানে দেখা যায়, বসে আছেন পূজা, আর তার ছবি আঁকছেন এবিএম সুমন। আঁকা ছবিতে পূজার পোশাকহীন অবয়ব স্পষ্ট। যেটি দেখে ফেসবুকে উঠেছে সমালোচনার ঢেউ। অভিযোগ উঠেছে, ‘টাইটানিক’ ছবির জ্যাক ও রোজের আলোচিত দৃশ্যটাই নকল করা হয়েছে এই সিনেমায়! তবে এসব সমালোচনা শুরু হতেই দৃশ্যটি ট্রেলার থেকে সরিয়ে ফেলা হয়েছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ‘হৃদিতা’র নির্মাতা ইস্পাহানির সঙ্গে। তার সরল স্বীকারোক্তি, বিতর্ক এড়াতেই দৃশ্যটি সরিয়ে ফেলেছেন। তার ভাষ্য, ‘মাত্র দুই ফ্রেমের একটি শট। এখন এটা যদি মানুষের খারাপ লাগে, তাহলে দিলাম না! এটা তো বড় বিষয় না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনা প্রসঙ্গে এই নির্মাতার বক্তব্য, ‘যারা নেগেটিভ কথাবার্তা বলে, তারা কি ওই পর্যায়ের কেউ? একটা মানুষ (এবিএম সুমন) আর্ট করতে পারে, তার আঁকার বিষয়বস্তু কত কিছুই তো হতে পারে। আসলে কিছু গ্রুপ আছে, যাদেরকে সিনেমার প্রচারের জন্য টাকা দিতে হয়। এখন আমি তো এদের কারও দ্বারস্থ হইনি। নিজেরটা নিজেই প্রচার করবো। সিনেমা থেকে তো পয়সা আসে না; তাহলে খরচ কোত্থেকে করবো?’

টাকার বিনিময়ে প্রচার করে দেওয়ার কোনও প্রস্তাব পেয়েছেন কিনা জানতে চাইলে ইস্পাহানি বলেন, ‘এগুলা আমরা আগে থেকেই জানি। আমরা তো সিনেমার অনেকদিন যাবত আছি। এটা নিয়ে সেভাবে কিছু বলতেও চাই না। ফেসবুকে অনেকেই অনেক কথা বলেন, আমি উত্তরও দেই না। একটা মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকাটাই তো ভালো, সম্পর্ক খারাপ করে কোনও লাভ আছে?’

বেশ কিছুদিন আগেই ‘হৃদিতা’ সিনেমাটি বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে বলে জানালেন ইস্পাহানি। তার মতে, যদি আপত্তিকর কিছু থাকতো, তাহলে তো ছাড়পত্র পেতো না। তিনি বলেন, ‘সিনেমাটা তো হলে চলবে। একটা লোক আর্ট করছে, এতে খারাপ কী আছে বুঝতে পারলাম না।’

‘হৃদিতা’ নির্মাণের সার্বিক অভিজ্ঞতা নিয়ে ইস্পাহানির মন্তব্য, ‘আমরা তো একসময় বাণিজ্যিক, অ্যাকশন ধাঁচের সিনেমা তৈরি করেছি। এরপর সিনেমার ব্যবসায় মন্দা চলে আসলো। মানুষ অকাতরে গালিগালাজ করতো; হিন্দি, তামিলের নকল সিনেমা বানায়; এসব বলে কটূক্তি করতো। এটা সত্য যে, আমরা তখন নকল করতাম, কোয়ালিটি ভালো ছিলো না। এর সঙ্গে মন্দাবস্থার কারণে অনেকদিন সিনেমা বানাইনি। যখন অনুদানের একটি সিনেমা বানানোর সুযোগ পেলাম, আমরা ভালো কিছুর চেষ্টা করেছি। একটা উপন্যাস থেকে সিনেমা তৈরি করেছি। সবমিলিয়ে কাজটি করে নিজের মন থেকেই তৃপ্তি পেয়েছি।’

আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হৃদিতা’। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে সিনেমাটির একটি গান। সেদিন আনুষ্ঠানিকভাবে এই সিনেমা নিয়ে কথা বলবেন নির্মাতা-শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com