গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সংগঠনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী। বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, যুগ্ন সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, দফতর সম্পাদক এম এ ফরিদ, দৈনিক গণমুখ সম্পাদক ও নির্বাহী সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, আবিদ হোসেন বুলবুল, রায়হানুল ইসলাম আকন্দ, আব্দুস সালাম শান্তসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতা সৈয়দ নজররুল ইসলাম, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানের দেশ প্রেম ও বীরত্বগাথা তুলে ধরেন এবং জাতীয় চারনেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।