পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগেই বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। দলের সেরা ব্যাটসম্যান লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।
এই ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শনিবার (৫ নভেম্বর) ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে যে, তিনি পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি-না।
ভারতের বিপক্ষে এক অসাধারণ ইনিংস খেলেছিলেন লিটন। ওপেনিংয়ে নেমে চার-ছক্কার মারে ২৭ বলে করেছিলেন ৬০ রান। তবে শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। তার বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ভারতের কাছে ৫ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।
এদিকে লিটনের এই হ্যামস্ট্রিং ইনজুরি নতুন কিছু না। কিছুদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের এই ওপেনার। এরপর তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। তবে এবারের ইনজুরির কারণে বাংলাদেশ শিবিরে চিন্তার ভাঁজ পড়তেই পারে। কারণ পাকিস্তানের বিপক্ষে তাকে না পাওয়া গেলে সেমিফাইনালে যাওয়ার কাজটা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য।