বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যেসব নামাজ জামাতে পড়তে হয়

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পঠিত

নামাজ বা নামায (ফার্সি: نماز‎‎) বা সালাত বা সালাহ (আরবি: صلاة‎‎) ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ।

আল্লাহ তাআলার মুমিন বান্দাগণ যদি জামাতে নামাজ আদায় করেন তবে সে নামাজ কবুল হওয়া সময়ের ব্যাপার মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার জন্য জোর নির্দেশ দিয়েছেন। কিন্তু কোন কোন নামাজ জামাতে পড়তে হয়।

যে নামাজগুলো জামাতে পড়তে হয়, তাহলো-

(১) দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ। মসজিদেই নামাজ আদায় করতে হবে। প্রয়োজন সাপেক্ষে মসজিদের বাইরেও জামাতে নামাজ আদায় করা যাবে।

(২) জুমা এবং দুই ঈদের নামাজ আদায়ের জন্য জামাত শর্ত।

(৩) কুসূফের নামাজ জামাতে আদায় করা সুন্নতে মায়াক্কাদাহ।

(৪) রমজান মাসে তারাবিহ পড়ার সময় বিতরের নামাজ জামাতে পড়া মুস্তাহাব।

(৫) জানাজার নামাজ ফরজে কেফায়া। এটিও জামাতে পড়তে হয়।

(৬) সমাজের বিভিন্ন প্রয়োজনে বিপদে-মুসিবতে ইজতেমায়ীভাবে জামাতে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন- মানুষ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ে থাকে। এটিও জামাতে পড়তে হয়।

(৭) তারাবিহ নামাজ জামাতে পড়াও সুন্নতে মুয়াক্কাদাহ। তবে জামাত না পেলে বা পড়তে না পারলে একাকিও পড়া যায়।

আল্লাহ তাআলা সবাইকে জামাতে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com