রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশি অস্ত্রসস্ত্র জব্দ করা হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর টিকাটুলি র্যাব-৩ এর কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।