কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাহারা খাতুন নামে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার বিকেলে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আব্দু মিয়ার স্ত্রী। সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। আহতরা হলেন- নিহত সাহারা খাতুনের মেয়ে রুবি, পুত্রবধূ আবু জাহেরের স্ত্রী মমতাজ বেগম, আবুল খায়েরের স্ত্রী তাছলিমা আক্তার এবং অ্যাম্বুলেন্স চালক। তবে অ্যাম্বুলেন্স চালকের নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, বিকেলে ঐ সড়কে ধীর গতিতে চলছিল একটি ট্রাক। এ সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অসুস্থ সাহারা খাতুন নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমেক হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।