ঢাকাস্থ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দ্বীপশিখার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শওকত আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইমুল হুদা সিদ্দিকী।
গত ১০ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ঢাকাস্থ স্টুডেন্টস এসোসিয়েশন অব কুতুবদিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি শওকত আলম জানান, “দ্বীপশিখা ঢাকাস্থ কুতুবদিয়ার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন, আবেগের জায়গা। অতীতের মত ভবিষ্যতেও দ্বীপশিখা’র সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমুল হুদা সিদ্দিকী বলেন, “আমরা সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে সাথে নিয়ে সকলের সহযোগিতা নিয়ে দ্বীপশিখার এর নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই”
গতকাল ২২ই ফেব্রুয়ারি আগামী এক বছরের জন্য দ্বীপশিখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছে:
সহ-সভাপতি নাসির উদ্দিন (ঢা.বি), সাইমা আলম (ঢা.বি), শাহাদাত হোসাইন(এ.মে.ক), যুগ্ম সাধারণ সম্পাদক, তাসমিন আকতার (ঢা.বি), ফয়সাল উদ্দিন (ঢা.বি), আবুল হাসনাত নান্নু (জ.বি.), ফাতেমা খাইরুন্নেসা পান্না (ঢা.বি)
সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান(বুয়েট), মোঃ আকতাব উদ্দিন তাকি (ঢা.বি), তাহান্নুমা তানহা তাম্মী (মা.মে.ক), আফসানা সাঈদ রিভা( জা.বি.), অর্থ সম্পাদক মোঃ আকতারুল হামিদ (ঢা.বি), অর্থ উপ-সম্পাদক মোঃ ফারদিন বিন ফরিদ (ঢা.বি), দপ্তর সম্পাদক আরফাতুল ইসলাম (ঢা.বি), দপ্তর উপ-সম্পাদক জিনান (ঢা.বি), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ বোরহান উদ্দিন (বা.ক), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল্লাহ আর রাফি (ঢা.বি),
সাহিত্য ও সংস্কৃতি উপ-সম্পাদক প্রজ্ঞা পারমিতা রায় ( এস.এস.এম.সি), ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান বেলাল (তি.ক), ক্রীড়া উপ-সম্পাদক আবদুল হাকিম (ঢা.ক.), প্রচার সম্পাদক মোঃ রাফসান বিন হোসাইন, প্রচার উপ-সম্পাদক খোরশেদ আলম(ক.ন.ক), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রুবেল(অস্ট), অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আবু সায়েম (অস্ট), অনুষ্ঠান বিষয়ক উপ-সম্পাদক মোবাইদুল ইসলাম জিদান(অস্ট), ছাত্রী বিষয়ক সম্পাদক রহিমা আকতার (ঢা.বি.), ছাত্রী বিষয়ক উপ-সম্পাদক ওয়াফিয়াল হাসনাত লাইছা( আইইউবিএটি), আপ্যায়ন বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন (ঢা.বি), আপ্যায়ন বিষয়ক উপ-সম্পাদক আহেলী করিম ময়ুরী (ঢা.বি.), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রিপন( অস্ট), কার্যকরী সদস্য তারেকুজজামান তৌফিক (ঢা.বি.), মোহাম্মদ মোশাররফ হোসাইন (অস্ট), নায়েবুল ইসলাম জিসাদ (ঢা.বি.), মো: গোফরান কুতুবী (ঢা.বি.), ইরফান রিয়াদ (বুয়েট), মাহমুদুল করিম (ক.ন.ক), উমর ফারুক (জা.বি.)।