মাগুরার মহম্মদপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ও ধারাল অস্ত্রের কোপে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে বালিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন একই গ্রামের শামছুজ্জামান শেখের ছেলে। আহতরা হলেন নওশের শেখ ও শামছুজ্জামান শেখ। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল শেখ পলাতক রয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিৎ কুমার রায় জানান, দীর্ঘদিন ধরেই সোহেলের সঙ্গে তার পরিবারের কলহ চলছিল। রাতে সোহেলের সঙ্গে আল-আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল-আমিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে সোহেল। এ সময় সোহেলের বাবা নওশের শেখ ও চাচা শামছুজ্জামান শেখ ঠেকাতে গেলে সোহেল তাদেরকেও কুপিয়ে জখম করে। আল-আমিন ঘটনাস্থলেই মারা যায়।