নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাবার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে তার ১৩ বছরের ছেলেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
শুক্রবার (১০ মার্চ) উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কিশোরের নাম শাওন ইসলাম (১৩)। সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গরামপুর গ্রামের কাবিল হোসেনের ছেলে। গুরুতর অসুস্থ ওই কিশোর শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাওনের মা আরজিনা বেগম বলেন, উপজেলার চলনালি গ্রামের মুন্নাফ হোসেনের পাঁচ বিঘা জমি বছরে লিজ নিয়ে পেয়ারা বাগান গড়ে তোলেন পার্শ্ববর্তী বেড়গঙ্গারামপুর গ্রামের কাবিল হোসেন। ফলন বিপর্যয়ের কারণে লিজের দুই বছরের টাকা পরিশোধ করতে পারেননি কাবিল। এ কারণে শুক্রবার সকালে কাবিলের কিশোর ছেলে শাওন বাগান থেকে পেয়ারা সংগ্রহ করতে গেলে মুন্নাফ সেখান থেকে শাওনকে তুলে নিয়ে গিয়ে শিকলে বেঁধে দফায় দফায় নির্যাতন চালায়। খবর পেয়ে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় দুপুর ২টায় শাওনকে উদ্ধার করে।
নির্যাতনের অভিযোগ অস্বীকর করে মুন্নাফ হোসেন বলেন, জমি ইজারার টাকা পরিশোধ না করে টালবাহানা করছিলেন কাবিল হোসেন। সকালে বাগান থেকে পেয়ারা সংগ্রহ করতে এলে তার ছেলেকে আটকে রাখা হয়েছিল। তবে নির্যাতন করা হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।